সীতাকুণ্ড থানার বড়কুমিরার জুরামতল বাজার এলাকায় অভিযান চালিয়ে আরিফ হোসেন শাওন (১৮) নামে প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭। আজ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আরিফ হোসেন সীতাকুণ্ডের কুমিরা এলাকার ঘোড়ামারা জুরামতল এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে। এবার সীতাকুণ্ডের কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।
গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে র্যাবের সিনিয়র সহকারি পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজাল্ট পরিবর্তনকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদের নেতৃত্বে অভিযানে এসময় তার কাছ থেকে প্রশ্নফাঁসের কাজে ব্যবহৃত একটি ট্যাব, দুইটি মোবাইল সেট এবং দুইটি সীম কার্ডও উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার