চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খতিবের হাটের হাবিবুল্লাহ সওদাগরের বাড়িতে পানির মোটর ছাড়তে গিয়ে আবদুর শুক্কুর (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আবদুর শুক্কুর ওই এলাকার আবদুর ছালামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, নিজ বাড়িতে পানির মোটর ছাড়তে গিয়ে এক গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, আবদুর শুক্কুরের বাড়িতে সকাল থেকেই একটি সামাজিক অনুষ্ঠান চলছিলো। যেখানে আত্মীয়স্বজন ও এলাকার বেশ কিছু লোকজনকে নিমন্ত্রণ করা হয়। পরে নিমন্ত্রিত অতিথিদের দুপুরের খাবার খাওয়ানোর সময় পানির মোটর ছাড়তে গিয়েই এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার