আশরাফ আলী ও মো. হাসান দুই ভাই। দু জনই ইয়াবার বড় আড়তদার। তবে তাদের ইয়াবার বিপনন অন্য ব্যবসায়ীদের চেয়ে কিছুটা ভিন্ন। তারা আইন শৃংখলা বাহিনীর সদস্যদের ধোঁকা দিতে পাচারে অবলম্বন করে ভিন্ন কৌশল। ইয়াবা পরিবহনে তারা টাগের্ট করে ছুটির দিন কিংবা বিশেষ দিবস সমূহকে। অবশেষে তারা ঘায়েল হয় গোয়েন্দা পুলিশের পাতা ফাঁদে।
বৃহস্পতিবার রাতে নগরীর হালিশহর থানাধীন শান্তিবাগ আবাসিক এলাকার বাসা থেকে উদ্ধার করা হয় ১৩ লাখ পিস ইয়াবা। যার বাজার মূল্য আনুমানিক ৪৫ কোটি টাকা।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশরাফ আলী ও মো. হাসানের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তাদের শোবার ঘর থেকে ২টি বস্তায় ভরা ৩০টি বড় প্যাকেটে ৩ লাখ ইয়াবা জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ভবনের পার্কিংয়ে থাকা প্রাইভেট কারে (চট্টমেট্রো-গ-১১-৫৯২৪) ৫টি বস্তায় ১০০ বড় প্যাকেটে ১০ লাখ ইয়াবা জব্দ করা হয়।
জানা যায়, উদ্ধার হওয়া ইয়াবাগুলো মিয়ানমার থেকে বোটে করে আনা হয়েছিল। এয়ার টাইট বাক্সে পলিথিন মুড়িয়ে রশি বেঁধে ইয়াবার বাক্সগুলো সাগরে ফেলে দেয়া হতো। এরপর ওই রশি বোটে বেঁধে টেনে আনা হতো ইয়াবা চালানগুলো।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন