চট্টগ্রামে কন্টেইনারবাহি গাড়ির ধাক্কায় মো. মহিউদ্দিন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মহিউদ্দিন বড় দারোগাহাট ব্যবসায়ী সমিতির সভাপতি এবং ওই এলাকার নাদেরুজ্জামানের ছেলে।
শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির কন্টেইনারবাহি গাড়ি মহিউদ্দিনকে ধাক্কা দেয়। এতে মারাত্বক ভাবে আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর