চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মিথ্যা ঘোষণায় আনা সিগারেটের একটি বড় চালান আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। সিঙ্গাপুর থেকে ৪০ ফুট লম্বা একটি কনটেইনারে করে ‘ব্রান্ড নিউ মেশিনারি ফর প্রিন্টিং উইথ স্ট্যান্ডার্ড অ্যাক্সেসরিজ’ এবং ‘প্যাকিং ব্যাগ’ ঘোষণা দিয়ে বেনসন অ্যান্ড হ্যাজেজ, ব্ল্যাক, ডানহিল ব্রান্ডের সিগারেট আনা হয়েছে। আজ দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কনটেইনারটি খুলে কায়িক পরীক্ষা করেন কাস্টম কর্মকর্তারা।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলন বলেন, কাস্টম হাউসের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চের (এআইআর) কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করেছেন। সাধারণত, সিগারেট আমদানিতে ৪৫০ শতাংশ ডিউটি দিতে হয়। তাই এই বড় অংকের ডিউটি ফাঁকি দিতে অসাধু ব্যবসায়ী চক্র মিথ্যা ঘোষণায় এই অবৈধ সিগারেটের চালান নিয়ে এসেছে।
এর আগে গত ২৮ এপ্রিল মিথ্যা ঘোষণায় আনা ২০ ফুট লম্বা একটি কনটেইনারে ‘৩০৩’ ও ‘মন্ড’ ব্রান্ডের ৬৫০ কার্টন সিগারেটের একটি চালান আটক করেছিল কাস্টম কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এ মজুমদার