অবশেষে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) টাউন গ্রুপে পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বন্দরের বৃহৎ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, খ্যাতিমান ক্রীড়া উদ্যোক্তা তরফদার মো. রুহুল আমিন।
দেশের শতবর্ষী বাণিজ্য সংগঠনের এই পরিচালক নির্বাচিত হওয়াকে ঘিরে শুধু ব্যবসায়ী অঙ্গনে নয়, রাজনৈতিক অঙ্গনেও চলছে জোর আলোচনা।
সিসিসিআই পরিচালনায় চট্টগ্রাম বন্দর আসনের এমপি এম এ লতিফের সঙ্গে প্রকাশ্য বিরোধ দেখা দেয় তরফদার মো. রুহুল আমিনের। এই বন্দর ব্যবসায়ীর ব্যাপক বিরোধীতায় মাঠে নেমেছিলেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীও। তিনি (মহিউদ্দিন চৌধুরী) এমপি লতিফ ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধেও অভিন্নভাবে বন্দরকেন্দ্রীক নানা অভিযোগ তোলেন সে সময়।
একপর্যায়ে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের সাথে বেশ ঘনিষ্ঠভাবে ক্রীড়াঙ্গনে সক্রিয় দেখা যায় ক্রীড়া উদ্যোক্তা তরফদার মো. রুহুল আমিনকে।
মহিউদ্দিন চৌধুরীর প্রয়াণের পর তার ছেলে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে এমপি লতিফের সম্পর্কের ঘনিষ্ঠতার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
অন্যদিকে, এরই মধ্যে মেয়র আ জ ম নাছির উদ্দিনের সাথে এমপি লতিফের সম্পর্কে চিড় ধরার গুঞ্জনও আলোচিত হয়েছে চট্টগ্রামের রাজনীতিতে। এমন অবস্থায় এমপি লতিফের প্রভাবে থাকা সিসিসিআই'র পরিচালক হিসেবে আলোচিত বন্দর ব্যবসায়ী তরফদার মো. রুহুল আমিনের অভিষেকে বন্দর ব্যবহারকারীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে ছড়িয়েছে আলোচনার ডালপালা।
সদ্যপ্রয়াত পরিচালক হাবিবুল হকের শূন্যপদে তরফদার মো. রুহুল আমিনকে কোঅপ্ট করা হয় জানিয়ে সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, আশাকরি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করতে তিনি (তরফদার মো. রুহুল আমিন) মেধা, শ্রম ও আন্তরিকতায় সক্রিয় থাকবেন।
তরফদার মো. রুহুল আমিন সিসিসিআই পরিচালক হিসেবে ব্যবসা সরকারের উন্নয়নযজ্ঞে সক্রিয় ভূমিকা রেখে বাণিজ্যে গতিশীলতা আনা ও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান রাখতে কাজ করার আশা ব্যক্ত করেছেন।
বিডি প্রতিদিন/০৭ মে ২০১৮/এনায়েত করিম