চট্টগ্রামে দ্রুত বিচার আইনের এক মামলায় মিরসরাই উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিনজনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহিদ ইকবাল চৌধুরী, তার ভাই আসিফ ইকবাল চৌধুরী এবং ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য জিয়াউল হক সুমন।
সোমবার বিকালে চট্টগ্রামের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম এ আদেশ দেন বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. বিধান কুমার বিশ্বাস।
তিনি বলেন, ‘২০১৭ সালে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় (মামলা নং-১৪) মিরসরাইয়ের এক চেয়ারম্যান ও মেম্বারসহ তিনজনকে ২ বছরের সাজা ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান