সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিনের ‘হত্যাকাণ্ডের’ রহস্য উম্মোচন করতে ঢাকার শরণাপন্ন হয়েছে তদন্ত কর্মকর্তারা।
আলোচিত এ হত্যাকাণ্ডের মূল কারণ জানতে রবিবার রাতে ঢাকার মহাখালীর ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে তাসফিয়ার ‘ভিসেরা’। পুলিশ কর্মকর্তাদের ধারণা ভিসেরা রিপোর্ট পাওয়ার পর এ ঘটনার তদন্তে গতি আসবে।
চট্টগ্রাম মহানগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারি কমিশনার জাহেদুল ইসলাম বলেন, ‘এখন আমরা ঢাকার ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে ভিসেরা রিপোর্ট পাব।’
জানা যায়, তাসফিয়া খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন এ প্রশ্নে দোদুল্যমান চট্টগ্রামের প্রশাসন। তার মৃত্যুর কারণ জানতে ঢাকায় পাঠানো হয়েছে ভিসেরা। ঢাকার ল্যাবটরিতে পাঠানো ভিসেরায় তিন বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এ বিষয়গুলোর মধ্যে রয়েছে কি কারণে তাসফিয়ার মৃত্যু হয়েছে, ধর্ষণ করা হয়েছে কি না এবং মৃত্যুতে বিষ প্রয়োগ করা হয়েছে কি না।
প্রসঙ্গত, গত ২ মে নগরীর পতেঙ্গা সৈকত এলাকা থেকে সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী তাসফিয়া আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ স্কুল ছাত্রীর ‘প্রেমিক’ নির্যাতনের পর হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আমিন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কথিত প্রেমিক আদনান মির্জাসহ ছয় জনকে আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান