সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিন হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রায় আসামিই রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। আলোচিত এ হত্যাকাণ্ডের অভিযুক্ত আদনান মির্জা ছাড়া আর কোন আসামিকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে আসামিরা গ্রেফতার না হওয়ায় চরম ক্ষুদ্ধ তাসফিয়ার পরিবার।
তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন বলেন, ‘আসামিদের গ্রেফতারের বিষয়ে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। আদনান ছাড়া কোন আসামিকেই গ্রেফতার করতে পারিনি। পুলিশ শুধু আশ্বাসই দিচ্ছে কিন্তু কাজের কাজ কিছু করছে না।’
চট্টগ্রাম মহানগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারি কমিশনার জাহেদুল ইসলাম বলেন, ‘আসামিদের গ্রেফতারের জন্য প্রচেষ্টা চলছে। এরই মধ্যে তাদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। কিন্তু পুলিশের প্রত্যকটি অভিযান ব্যর্থ হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করা যায়নি বলে তাসফিয়ার পরিবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।’
জানা যায়, তাসফিয়ার লাশ উদ্ধারের পরদিন ছয় জনকে আসামি করে মামলা দায়ের করে তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন। শুরুতে ‘ঘটনার’ অন্যতম অভিযুক্ত আদনান মির্জাকে গ্রেফতার করলেও বাকি আসামিরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। অভিযোগ রয়েছে এ মামলার অভিযুক্ত ফিরোজসহ অন্যান্য আসামিদের উপর রয়েছে ক্ষমতাসীন দলের এক নেতার আর্শিবাদ। তাই তাদের গ্রেফতারের অনিহা পুলিশের।
আদনানকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ:
তাসফিয়ার ‘হত্যা’ মামলার অন্যতম আসামি আদনান মির্জাকে জিজ্ঞাসাবাদ করতে গাজীপুর কিশোর সংশোধনী কারাগারে যাচ্ছে পুলিশের একটি দল। কাল বুধবার তারা সংশোধনী কারাগারের পরিচালকের উপস্থিতিতে মামলার তদন্ত কর্মকর্তরা আদনানকে জিজ্ঞাসাবাদ করবে।
কর্ণফুলী জোনের সহকারি কমিশনার জাহেদুল ইসলাম বলেন, ‘আদালতের আদেশ মেনেই আগামীকাল বুধবার আদনানকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।’
প্রসঙ্গত, গত ২ মে নগরীর পতেঙ্গা সৈকত এলাকা থেকে সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ স্কুল ছাত্রীর ‘প্রেমিক’ নির্যাতনের পর হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কথিত প্রেমিক আদনান মির্জাসহ ছয় জনকে আসামি করা হয়।
বিডি প্রতিদিন/৮ মে ২০১৮/হিমেল