চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গায়ে কেরোসিন ঢেলে জান্নাত নুর ফাহিমা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ বুড়িশ্চরের কালামিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায় মেয়েটি।
ফাহিমা একই এলাকার শাহজাহান মিয়ার মেয়ে।
জানা যায়, নিজ বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে ওই এইচএসসি পরীক্ষার্থী অগ্নিদগ্ধ হয়। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ন ইউনিটে ভর্তি করান। মধ্যরাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেয়েটি।’
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত নায়েক মো. আমির জানান, মেয়েটির সাথে কারো প্রেমের সম্পর্ক ছিলো। বিষয়টি নিয়ে বাবা-মার সাথে মতানৈক্য দেখা দেয়। পরে মেয়েটি রাগান্বিত হয়ে নিজ বাড়ির একটি কক্ষে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৮/হিমেল