চট্টগ্রাম বন্দরে একটি বর্হিনোঙ্গরে সিমেন্ট ক্লিংকারবাহি লাইটারেজ জাহাজের পাটাতন পড়ে মো. শাহীন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সকালে বর্হিনোঙ্গরের এমভি তানভীর তাওসিফ-২ নামে একটি লাইটারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন বরগুনা জেলার আমতলী উপজেলার কলসীখালি এলাকার দেলোয়ার মুন্সীর ছেলে।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, শাহ সিমেন্টের ক্লিংকারবাহি জাহাজটি বর্হিনোঙ্গরে একটি মাদার ভ্যাসেল থেকে ক্লিংকার নিয়ে মুন্সীগঞ্জ যাচ্ছিল। হঠাৎ জাহাজের একটি লোহার পাটাতন পড়ে শাহীনের বুকে লাগে। গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার