দখল-দূষণের কবলে পড়া চট্টগ্রাম বন্দরের প্রাণ খ্যাত কর্ণফুলী নদী রক্ষায় নৌকার মাঝিরা হাতে নিয়েছেন বৈঠা। তারা বৈঠা নিয়ে প্রতীকী প্রতিবাদী হয়ে নৌকা পরিবহন বন্ধ রেখে এ আন্দোলন কর্মসূচি পালন করেন। একই সঙ্গে কর্ণফুলী নদী রক্ষায় হাইকোর্টের রায় বাস্তবায়নেরও দাবি জানান।
কর্ণফুলী নদীকে দূষণমুক্ত রাখতে তিন দিনব্যাপী সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলার দ্বিতীয়দিন সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠানে অতিথি, নৌকার মাঝি ও সমবেতরা কর্ণফুলী নদীর রক্ষার এই দাবি করেন।
আজ সকাল ১১টায় নগরের অভয়মিত্র ঘাট থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা বন্দর মোহনা হয়ে অভয়মিত্র ঘাটে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মাসুদ উল হাসান। বক্তব্য রাখেন কর্ণফুলী নদী বিশেষজ্ঞ অধ্যাপক ইদ্রিস আলী, সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলার প্রধান সমন্বয়ক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি চেয়ারম্যান আলীউর রহমান। শোভাযাত্রার উদ্বোধন করেন ডায়মন্ড সিমেন্ট পরিচালক হায়দার আলী রণি। সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আহমেদ, কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন উপদেষ্টা ইঞ্জিনিয়ার মির্জা মোহাম্মদ ইসমাইল, কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সম্পাদক শাহ আলম, চরপাথরঘাটা সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি জাফর আহম্মদ প্রমুখ।
প্রধান অতিথি সিএমপি কমিশনার মাসুদ উল হাসান বলেন, ‘নদী মাতৃক দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্ব চেনে। তাই আমাদের কর্ণফুলীর মতো গুরুত্বপূর্ণ নদীটি দখল-দুষণ মুক্ত করতে আরও সক্রিয় হতে হবে। কর্ণফুলী দখল-দূষণের নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রতিরোধ করতে সিএমপির পক্ষ থেকে সহযোগিতা থাকবে।
কর্ণফুলী নদী বিশেষজ্ঞ অধ্যাপক ইদ্রিস আলী বলেন, ‘কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই স্লোগান এখন বৃহত্তর সামাজিক আন্দোলন। নদী ব্যবহারকারী বন্দরকে এই আন্দোলনের দাবি বাস্তবায়নে সক্রিয় হতে হবে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকলেও কর্ণফুলী কেন দখলমুক্ত হচ্ছে না, এর উত্তর জেলা প্রশাসককে দিতে হবে। আগামী এক মাসের মধ্যে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করা না হলে আমরা লাগাতার আন্দোলন করব।’
মেলার প্রধান সমন্বয়ক চৌধুরী ফরিদ বলেন, কর্ণফুলীকে বাঁচানোর জন্য সাম্পান মাঝিরা ঐক্যবদ্ধ। সাম্পান মাঝিদের এই আন্দোলকে সমর্থন দিয়ে কর্ণফুলী রক্ষায় প্রশাসনের এগিয়ে আসা উচিত।
চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি চেয়ারম্যান আলীউর রহমান বলেন, একটি নদী রক্ষার জন্য শত শত সাম্পান মাঝিরা নিজেদের দৈনন্দিন কার্যক্রম বন্ধ করে একত্রিত হয়েছে। কর্ণফুলী রক্ষায় মাঝিরা বৈঠা হাতে নিয়েছে। কর্ণফুলী সঠিক শাসন করতে বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বৃহস্পতিবার অনুষ্ঠানের তৃতীয় দিন বিকেল তিনটায় অভয়মিত্র ঘাট থেকে চরপাথরঘাটা সিডিএ মাঠ এলাকায় সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার