চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন রেলওয়ে সোসাইটি এলাকায় নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে মো. পারভেজ (২৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ হাটহাজারী উপজেলার দক্ষিণ চারিয়া মুরাদপুর এলাকার শামসুল আলমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, রশির সিড়ি দিয়ে নির্মাণাধীন একটি ছয়তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান এক শ্রমিক। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন