চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবুল কাশেম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১১ মে) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার চা-বোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শারমিন (২২) নামে এক নারী পোশাককর্মীকে আটক করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
আবুল কাশেম বাঁশখালী উপজেলার শীলকূপ টাইমবাজার এলাকার আবদুর সবুরের ছেলে। সে নগরের বায়েজিদের আরেফিন নগরে ভাড়া বাসায় থাকতো।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/হিমেল