সীতাকুন্ডের কুমিরা এলাকায় কার্ভাড ভ্যানচাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহত আনসার সদস্য রেজাউল করিম (২৫) পাবনার আটঘরিয়া থানার ইসলামপুর এলাকার ফজলুল হকের ছেলে বলে জানা গেছে।
সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, নিহত আনসার সদস্য রেজাউল কুমিরার টোটালগ্যাজ কোম্পানীর এলপি গ্যাস কারখানায় দায়িত্ব পালন করতেন। শনিবার সকালে তিনি হেঁটে বাজার করতে যাওয়ার সময় পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানটি স্থানীয়রা আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, বেলা সাড়ে ১২টার দিকে গুরুতর আহতাবস্থায় আনসার সদস্য রেজাউল করিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদারও এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর