কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন আকাশের গ্রামের বাড়িতে হামলার প্রতিবাদে সারাদেশের মত চট্টগ্রামেও মানববন্ধনের আয়োজন করা হয়। নগরীর ষোলশহর স্টেশনে সকাল দশটায় বিক্ষোভ মিছিল পূর্বক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল দশটার দিকে ষোলশহর স্টেশনে জড়ো হতে থাকে চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ। আন্দোলনরত শিক্ষার্থীরা শাটল চলাচলে কোন বাধা প্রদান করেননি। শাটল সময় মত ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
মানববন্ধন পূর্বক সমাবেশে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেন, ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন কোটা থাকবেনা। কিন্তু সচিবরা বলছেন তারা কিছু জানেন না। এতে আমরা ছাত্রসমাজ হতাশ হয়েছি। এ সময় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা বাস্তবায়ন ও দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান।
চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক আরমান খান সরকারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে বলেন, আপনারা নেত্রীর কথা মানছেন না কেন? নেত্রীর কথা আপনারা কার্যকর করবেন।
এছাড়াও গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন আকাশের বাড়িতে হামলার প্রতিবাদ করে দোষিতদের শাস্তির দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৮/ ওয়াসিফ