সরকারি চাকরিতে কোটাপ্রথার বিষয়ে সরকারের সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারির দাবিতে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়।
ষোলোশহর রেলস্টেশনে অবস্থান নেয়া আন্দোলনকারীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা গেছে।
'গেজেট প্রজ্ঞাপনে কত দেরি পাঞ্জেরি', 'আর নয় কালক্ষেপণ, জারি কর প্রজ্ঞাপন', 'আর কোনো দাবি নাই, কোটা বাতিলের গেজেট চাই', 'আর নয় ছল-চাতুরী, প্রজ্ঞাপন চাই তাড়াতাড়ি' ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।
ষোলোশহর রেলস্টেশনে পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনের মধ্যেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী সব শাটল ট্রেনের চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে চার দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন।
এরপর ১১ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে কোটাপদ্ধতি বাতিল ঘোষণা করে সব চাকরিতে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর দিন শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত ঘোষণা করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল বের করেন।
এর দুই সপ্তাহ পর গত ২৬ এপ্রিল সংবাদ সম্মেলন করে কোটা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবি জানান আন্দোলনকারী। না হলে ফের আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৮/আরাফাত