চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় নিজ ঘরে ছুরিকাঘাতে ৬০ বছরের মো. রিদওয়ান নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী, ছেলে ও মেয়েকে জড়িত সন্দেহে পুলিশ আটক করেছে। সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দক্ষিণ তুলাতলী ইউনিয়নের মৃত ছালেহ আহমদের ছেলে। আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন।
তিনি বলেন, সেমাবার রাতে পরিবারের মধ্যে ঝগড়া হয়। সেসময় পরিবারের কোন সদস্য রিদওয়ানকে ছুরিকাঘাত করেছেন। তবে কে করেছেন সেটি নিশ্চিত নয়। নিহতের স্ত্রীই খুন করেছেন বলে স্বীকার করলেও ছেলেকে বাঁচাতে তিনি মিথ্যা বলছেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার