সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি হত্যাসহ ১৮ মামলার পলাতক আসামি মো. কামাল উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সাতকানিয়া থানার ফকিরহাট বাজারে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের এই সেক্রেটারিকে গ্রেফতার করা হয় বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন।
আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওসি মো. রফিকুল হোসেন বলেন, মো. কামাল উদ্দিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় সাতকানিয়া থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তবে রিমান্ড শুনানির জন্য পরে তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
জামায়াতের এই নেতার বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা, পুলিশের ওপর হামলা, বিস্ফোরক, নাশকতা, ত্রাস সৃষ্টির বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে বলে জানান ওসি রফিকুল হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার