চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে হত্যা, জিআর, সিআর, মাদকসহ বিভিন্ন মামলার ৩০ আসামিকে গ্রেফতার করা হয়। আজ বুধবার পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হোসেন বলেন, ‘বিশেষ অভিযানে সাতকানিয়া থানা পুলিশ জিআর গ্রেফতারি পরোয়ানার ১১ জন, সিআর গ্রেফতারি পরোয়ানার ১৪ জন, ৩টি মাদক মামলায় ১৮৭ পিস ইয়বাবসহ ৪ জন এবং ১টি হত্যা মামলায় ১ জনসহ মোট ৩০ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।’
গ্রেফতারকৃত আসামিরা হলেন- মো. ইমরান চৌধুরী (৪০), মো. শওকত হোসেন শেখ (৩৫), মো. শহিদুল ইসলাম (৩৪), মো. জসিম উদ্দিন (৩৫), মো. ফারুক আহমদ (৩৪), মো. ওসমান গনি (৪৭), মো. নুরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস (৩৮), মো. ফেরদৌস আলম (৩০), মো. আরিফ (২৭), মো. রহমত উল্যাহ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৪), ওবাইদুল (১৯), জিয়াবুল হক (৫৩), আবু সৈয়দ (৪২), আলমগীর (৪৫), রেজাউল করিম (৪৭), মো. হানিফ (৩৫), স্বপন বড়ুয়া (৪০) আব্দুল গফুর (৩৫), পারভিন আক্তার (৫০), আবুল কাশেম (৪০), মো. শহিদুল ইসলাম (৩৫), মাইন উদ্দিন হাসান (২২), মো. ইলিয়াছ (৪২)।
বিডি প্রতিদিন/এ মজুমদার