চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় বাসের ধাক্কায় মো. খোকন (৪৫) নামের এক রিকশা চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত খোকন নোয়াখালীর হাজীপুরের নুর ইসলামের ছেলে। মইজ্জ্বারটেকের ইউনুছ মার্কেটে তিনি ভাড়া বাসায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বাসের ধাক্কায় গুরুতর আহত রিকশা চালক খোকনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার