চট্টগ্রাম নগরের সদরঘাট কালী বাড়ি এলাকায় বোস ব্রাদার্সের দোকানের মিষ্টিতে তেলাপাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখা এবং বাসি মিষ্টি বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ দই, বিস্কুট ও কেক বিক্রির দায়ে মালাই নামে আরেকটি মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলামের নেতৃত্ব পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম বলেন, ‘জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে নগরে ভেজাল খাদ্যবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে কালী বাড়ির কয়েকটি মিষ্টান্নের দোকানে তেলাপোকা, নোংরা পরিবেশসহ নানা অভিযোগের কারণে বোস ব্রাদার্সকে ৫০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি করায় মালাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার