চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরের ছয়টি উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। আজ বুধবার দুপুরে তিনি জালাবাদ ওয়ার্ডের শিল্প এলাকার উন্নয়ন কাজগুলো পরিদর্শন করেন।
উন্নয়ন প্রকল্প সমূহের মধ্যে আছে- খাজা রোড, খন্দকিয়া খাল পাড় রোড, চক্রেসু কানন রোড, পলিটেকনিক রোড হতে বাংলা বাজার রোড, বেটেলিয়ান রোড থেকে রুবি গেইট, শেরশাহ কলোনী রোড ও ড্রেইন উন্নয়ন। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে এডিপির আওতায় এ সব উন্নয়ন কাজ চলছে।
এ সসয় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, চসিকের প্রধান প্রকেশৗলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম, এস্টেট অফিসার এখলাস উদ্দিন আহমদ প্রমুখ।
সিটি মেয়র বলেন, ‘উন্নয়ন কাজে কোনো অবহেলা থাকতে পারবে না। কখনো কারো কাজে অবহেলা পাওয়া গেলে আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে। তাছাড়া কাজের গুণগত মানের ব্যাপারেও আমরা কোনো আপোষ করব না। তাই মান অক্ষুন্ন রেখেই উন্নয়ন কাজ শেষ করতে সংশ্লিষ্টদের বলেছি।’
বিডি প্রতিদিন/এ মজুমদার