চট্টগ্রামে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাসেল (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ (১৪ জুলাই) ভোরে নগরের চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মো. রাসেল একই এলাকার মো. জালালের ছেলে।
জানা যায়, পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন এক যুবক। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৮/হিমেল