চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সরকারি মোবাইল নাম্বার (০১৭...৩২) স্পুফিং (কম্পিউটার সিস্টেমের মাধ্যমে নাম্বার নকল) করে চট্টগ্রাম সিটি করপোরেশনের একাধিক ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরের দিকে তার মোবাইল নাম্বার স্পুফিং করা হয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, দুপুরের দিকে জানতে পারি আমার সরকারি নাম্বার থেকে কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয়েছে। সঙ্গে সঙ্গে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে জানালে তারা আমার নাম্বার স্পুফিং করে কোন চক্র বিদেশ থেকে এ কাজ করছে বলে জানিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হতে এবং কোন ধরনের লেনদেন বা কথোপকথন না করার জন্য বিনীত অনুরোধ করছি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান