নগরীতে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই রোহিঙ্গার নাম জাফর মিয়া (২৫)। এসময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই রোহিঙ্গার আদি নিবাস মিয়ানমারের আকিয়াব জেলায়। বর্তমানে অবৈধ ভাবে চট্টগ্রামের পটিয়ায় বসবাস করছেন তিনি।
আকবর শাহ থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গ্রেফতার হওয়া জাফর ইয়াবার চালানটি টেকনাফ থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন। নগরীর সিটি গেইট এলাকায় পুলিশের চেকপোস্ট থাকায় সে গ্রেফতার এড়াতে কৌশলে বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিল। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে। পরে দেহ তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত জাফরকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন