নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরুন চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে নগরীর বাকলিয়া থানাধীন দেওয়ানবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অরুন চৌধুরী ওই এলাকার জামিনী রঞ্জন চৌধুরীর ছেলে।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিহত অরুন চৌধুরী ভবনের ছাদে উঠে পায়চারী করছিলেন। এসময় বিদ্যুৎ তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন