নগরীতে অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ কাজল।
শনিবার ভোররাতে নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজল কক্সবাজার জেলার রামুর মেরংলোয়া গ্রামের জমির হোসেনের ছেলে।
র্যাব-৭ সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি শুরু করলে এক মাদক পাচারকারী পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করে ৪১ হাজার ৩৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার মূল্য আনুমানিক ২ কোটি টাকারও বেশি।
বিডি-প্রতিদিন/ ই-জাহান