চট্টগ্রামে বাস চাপায় মো আজাদ নামে এক পাঠাও চালক নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা যাত্রী মো. ইমরান মারাত্বক ভাবে আহত হন। সোমবার সকালে নগরীর চান্দগাঁও থানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাদ বাকলিয়া কালামিয়া বাজার এলাকার আব্দুর ছোবহান রোডের আবুল কাশেমের ছেলে।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত আজাদ মোটরসাইকেল সার্ভিস পাঠাওয়ের ভাড়া নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। এসময় মার্শা বাস সার্ভিসের একটি বাস তাদের ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আজাদকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় মারাত্বক ভাবে আহত ইমরানকে চমেক হাসপাতালের ক্যুাজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার