ভারতে পাচার করার সময় তিন রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আলী হোসেন, তার স্ত্রী সাহেরা খাতুন এবং মেয়ে সাবেকুন নাহার। এসময় পাচার চক্রের সদস্য আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। রবিবার রাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ। উদ্ধার হওয়া তিন রোহিঙ্গা উখিয়া উপজেলার কুতপলাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
চট্টগ্রামের রেলওয়ে থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, সিলেটের গরু ব্যবসায়ী আব্দুল মান্নান তিন রোহিঙ্গাকে ভারতের মেঘালয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। রবিবার রাতে পাহাড়িকা এক্সপ্রেসে করে তাদের সিলেট যাওয়ার জন্য রেলস্টেশন আসে। তাদের আচার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা সব স্বীকার করে। এ ঘটনায় মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার