চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমকে বহাল এবং সদ্য নিয়োগপ্রাপ্ত ডিসি আব্দুল আউয়ালের নিয়োগ আদেশ বাতিলের দাবিতে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র সমাজের ব্যানারে শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করেছে।
বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাজারো শহীদদের রক্তের উপর দাড়িয়ে এখনো সচিবালয়ে ঘুষের লেনদেন হচ্ছে। সবশেষ চট্টগ্রামের জেলা প্রশাসক পদের জন্য নওগাঁর ডিসি ঘুষ প্রদান করেছেন। এমন অনৈতিক কার্যক্রম শহীদদের রক্তের সাথে বেঈমানী। একই সাথে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে চট্টগ্রামে জেলা প্রশাসক ফরিদা খানম বিপ্লবকে ধারন করে যে ভূমিকা রেখেছেন তার প্রশংসার দাবি রাখে। তাই বর্তমান জেলা প্রশাসককে পুনরায় বহালের দাবি জানান ছাত্ররা।
বর্তমান জেলা প্রশাসক বিপ্লবকে ধারন করায় ফ্যাসিবাদী শক্তি তাকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে, যা ছাত্র সমাজ কঠোরভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
বিডি প্রতিদিন/নাজিম