চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ওই নেতার নাম মোহাম্মদ জামশেদ ইসলাম। তিনি নগরের চান্দগাঁও ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে নগরের চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বরিশাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জামশেদ ইসলাম ওই এলাকার বরিশাল বাজার উকিল বাড়ির জানে আলমের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল কবির বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা মোহাম্মদ জামশেদ ইসলামকে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার (২২ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ