চট্টগ্রামের মিরসরাই এলাকায় নিয়ন্ত্রণহীন একটি বাসের চাপায় সেতারা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া বাজার এলাকার ইউপি সদস্য শাহ আলম ভূঁইয়ার স্ত্রী। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রবিউল আজম। তবে যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী স্টার লাইন (ঢাকা মেট্রো-ব-১৪-৩২৭১) পরিবহনের বাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সেতারাকে চাপা দেয়। পরে বাসটি উল্টে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসের যাত্রীরাও আহত হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার