জায়গা সরকারি, কিন্তু ভাড়া দিয়ে টাকা আদায় করছে স্থানীয় ব্যবসায়ী। ফুটপাত পথচারীর। কিন্তু তা দখল করে ভাড়া দিয়েছেন স্থানীয়রা। সরকারি জায়গা দখল ও ভাড়া দেওয়ার এমন অভিনব পদ্ধতি চলছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরী হাট বাজারে।
আজ বুধবার দুপুরে সরকারি এসব জায়গা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন। অভিযানে ১০ কোটি টাকা মূল্যের সড়ক ও জনপথের জায়গায় থাকা প্রায় ৪০টি দোকান উচ্ছেদ এবং খাস খতিয়ানের ৩৫ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন বলেন, ‘ইদানীং ফুটপাত ভাড়া দেওয়ার নামে একটা নতুন ব্যবসা শুরু হয়েছে। দোকান আছে, দোকানের ঠিক সামনের ফুটপাতে একটা শেড তৈরি করে দিয়ে দোকান দেওয়া হচ্ছে। সেই শেড থেকে দৈনিক ৫০০ টাকা হারে ভাড়া করছেন ওই দোকানদার। মূল দোকান বন্ধ, ক্রয় বিক্রয় নেই। ফুটপাত ভাড়া থেকে প্রাপ্ত আয়ই ব্যবসা। এ জাতীয় প্রায় ৪০টি দোকান উচ্ছেদ এবং খাস খতিয়ান ভুক্ত ৩৫ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়। এসব জায়গার মূল্য প্রায় ১০ কোটি টাকা। তাছাড়া অভিযানে ২০০ লিটার বাঘা বাড়ির ঘি জব্দ করে ধ্বংস করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার