নগরের পাহাড়তলী থানাধীন কালামিয়া বাইলেন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। ওই মাদক বিক্রেতার নাম মো. নুর আলম (৩৯)।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, শনিবার সকাল সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় নুর আলমের কাছ থেকে ২ হাজার ৪৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে ইয়াবাসহ তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন