বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন স্থাপনা উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার এসব স্থাপনা উদ্বোধন করেন তিনি। এর মধ্যে সকাল পৌনে ১০টায় বন্দর থানা ভবন উদ্বোধন করে। এরপর সকাল ১০টায় দামপাড়া পুলিশ লাইন্সে নবনির্মিত শহীদ মুক্তিযোদ্ধা ওসি আব্দুল খালেক ভবন এবং দামপাড়া পুলিশ লাইন্স মাঠ সংলগ্ন ৫০০ মিটার ওয়াকওয়ে উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আমেনা বেগমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/১১ জুলাই, ২০১৯/মাহবুব