চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুয়াইশ বড় পুকুর পাড় এলাকার মো. শরিফের ছেলে সুমন (২২) ও ব্যাটারি গলির আবেদ আলীর ছেলে মো. আনিছ (৩৩)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, ‘সকালে আহতদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সুমন ও আনিছকে মৃত ঘোষণা করেন।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন