২৩ আগস্ট, ২০১৯ ২১:৫১

চট্টগ্রাম রেলের প্রকৌশল বিভাগে ২০০ জনের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম রেলের প্রকৌশল বিভাগে ২০০ জনের প্রশিক্ষণ

পূর্বাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগের উদ্যোগে রেলওয়ে ট্র্যাক মেইনটেনেন্স এক ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ প্রশিক্ষণে রেলওয়ের পূর্বাঞ্চলের ট্র্যাকের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় এবং উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়। এ ওয়ার্কশপে ২০০ জন অংশগ্রহণ করেন।

শুক্রবার আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন।

পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) খোন্দকার শহিদুল ইসলাম, রেলওয়ের পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এডি. জিএম) সরদার সাহাদাত আলী, এফএএন্ডও (পূর্ব) কামরুন নাহার, দোহাজারী-কক্সবাজার রেলওয়ে প্রকল্পের পরিচালক (পিডি) মো. মফিজুর রহমান, প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন, প্রধান যন্ত্র প্রকৌশলী মো. মিজানুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. বোরহান উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী তানভিরুল ইসলাম, পাহাড়তলী ওয়ার্কশপ তত্ত্বাবধায়ক (ডিএসডব্লিউ) ফকির মো. মহিউদ্দিন এবং সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মিজানুর রহমান প্রমুখ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর