রোহিঙ্গাদের ভোটার করা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে ওই তিনজনকে আটক করা হয় বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান।
তিনি জানান, আটকের পর তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টানা কয়েকদিন নজরে রাখার পর এ তিনজনকে শনাক্ত করা হয়। তাদের খুব দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আটক তিনজনের মধ্যে একজন হলেন চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের ডবলমুরিং থানা অফিসের অফিস সহায়ক মো. জয়নাল আবেদীন (৩৫)। বাকি দুজন তার সহযোগী বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে নির্বাচন অফিসে এসেছেন কোতোয়ালী থানার একটি টিম। তারা জানান, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। নির্বাচন অফিস এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। পরে তাদের আটক করে আমরা থানায় নিয়ে যাব। সেখানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক