চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ অভিযানে নগরের চকবাজারের সড়ক ও ফুটপাত দখল করে বসানো দেড় শতাধিক দোকান উচ্ছেদ করেছে। বৃহস্পতিবার দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘চকবাজার কাঁচাবাজার এলাকা ও কেবি আমান আলী সড়কের ফুলতলী মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দখল করে বসা দেড় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করে রাস্তার অংশ ও ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ সময় সড়ক ও ফুটপাতে ফেলে যাওয়া সবজি জব্দ করে নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল