চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা পলাশ নামে এক রোগীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলি এলাকার বাসিন্দা। তার জ্বর, সর্দিসহ করোনাভাইরাসের নানা উপসর্গ ছিল।
বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী বলেন, ‘গত বুধবার রাতে একজনের মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।’
জানা যায়, গত বুধবার বিআইটিআইডি ল্যাবে ১১৩টি ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে বিআইটিআইডিতে চট্টগ্রাম জেলায় চারজন এবং ফেনীর একজনের শরীরে করোনাভাইরাসে শনাক্ত হয়। সিভাসুতে পরীক্ষায় লক্ষ্মীপুরের ছয় জন ও নোয়াখালীর তিন জন আক্রান্ত হয়। চট্টগ্রামে এ পর্যন্ত ২ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২২ জনের নমুনায়। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলার ৬৯ জন, লক্ষ্মীপুরের ৪০ জন, নোয়াখালীর সাতজন, বান্দরবানের তিনজন ও ফেনীর তিনজন।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘বিআইটিআইডিতে চট্টগ্রামের চারজন, ফেনীর একজন এবং সিভাসুতে লক্ষ্মীপুরের ছয়জন ও নোয়াখালীর তিনজন আক্রান্ত হয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল