চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকার অমিত স্টোর নামের একটি মুদির দোকানে টাঙানো মূল্য তালিকায় আদার দাম লেখা ছিল ২০০ টাকা। কিন্তু ভ্রাম্যমাণ আদালত দেখার সঙ্গে সঙ্গে সেটা কেটে লিখলেন ১৪৫ টাকা।
একই বাজারে আল-আমিন স্টোরে আদার মূল্য তালিকায় আদার দাম লেখা আছে ১৬০ টাকা, কিন্তু বিক্রি করা হচ্ছে ২২০ টাকা।
বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীনের পরিচালিত অভিযানে এমন চিত্র দেখা যায়। অভিযানে দুই দোকানকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘মদুনাঘাট এলাকার অমিত স্টোর নামের একটি মুদির দোকানে আমি ঢুকার সময় ছবি তুলেছিলাম, সেখানে ২০০ টাকা লেখা ছিল। তাৎক্ষণিক তা কেটে করা হয় ১৪৫ টাকা। একইভাবে আল-আমিন স্টোরে আদার দাম মূল্য তালিকায় আছে ১৬০ টাকা, বিক্রি করা হচ্ছে ২২০ টাকা। পিয়াজের দাম লেখা আছে ৫০ টাকা, বিক্রি করা হচ্ছে ৬০ টাকা। এভাবে অতিরিক্ত মূল্যে আদা ও পিয়াজ বিক্রি করায় দুই দোকানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কারণে তালিকায় কম দাম লেখা হয়েছে বলে দোকানদাররা জানান।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন