করোনা যুদ্ধের অগ্রসৈনিক চিকিৎসকদের জন্য পর্যাপ্ত এন-৯৫ মাস্কসহ প্রয়োজনীয় সব সুরক্ষা সামগ্রী নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান।
বিবৃতিতে আল্লামা শফী বলেন, চিকিৎসা দিতে গিয়ে অনেক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। এটা যেমন দেশের জন্য উদ্বেগজনক তেমনি এ দুর্যোগকালে তাদের ত্যাগ প্রশংসনীয়। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী না থাকলেও অত্যন্ত সাহসিকতার সঙ্গে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে। চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের সেবা ও শ্রম এ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আল্লামা আহমেদ শফী বলেন, অনেক হাসপাতালে যথাযথ সুরক্ষা ব্যবস্থা না থাকায় চিকিৎসকরা ঠিকমতো রোগী দেখতে পারছেন না। ফলে অন্যান্য রোগীদের নিয়মিত সেবা ব্যহৃত হচ্ছে। এটা উদ্বেগজনক। তাই চিকিৎসকদের জন্য পর্যাপ্ত এন-৯৫ মাস্কসহ প্রায়োজনীয় সব সুরক্ষা সামগ্রী নিশ্চিত করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
বিডি প্রতিদিন/হিমেল