চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিকটস্থ নন্দনকানন ফায়ার সার্ভিসের দু'টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নন্দনকানন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, আজ দুপুর ২টার দিকে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুথে বসানো এটিএম মেশিনের পেছনে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ হতাহত হয়নি। তবে কী পরিমাণ টাকা নষ্ট হয়েছে তাও জানা যায়নি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ