চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভয় দেখিয়ে ১৫ বছরের কিশোরীকে জোর করে ধর্ষণের অভিযোগে জুয়েল নামে এক বাসের হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌরসভার ১১ মাইল এলাকার পূর্ব দেওয়ান নগর করিম কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত জুয়েল একই কলোনীর আব্দুল খায়েরের ছেলে চট্টগ্রাম-হাটহাজারী রুটের দ্রুতযান বাসে হেলপারের কাজ করেন। ভয় দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাসায় একা পেয়ে জোর পূর্বক জুয়েল ধর্ষণ করেন।
রবিবার রাতে হাটহাজারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামি জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন