চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নুরুল আবছার নামে ৫৫ বছর একজনের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে পাঁচজন করোনা আক্রান্ত হয়। এর মধ্যে নুরুল আবছারও আছেন। তিনি গত বৃহস্পতিবার নিজ বাড়িতে মারা যান। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা সাতজন।
তাছাড়া, সোমবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। তারা সবাই চট্টগ্রাম নগরের বাসিন্দা। এর মধ্যে দামপাড়া পুলিশ লাইনের দুই পুলিশ সদস্য, নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার দুইজন, পাঁচলাইশ এলাকার এক চিকিৎসক, রিয়াজউদ্দীন বাজারের চৈতন্য গলি, সরাইপাড়া ও গোসাইলডাঙ্গার একজন করে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত রবিবার নতুন করে শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে একজন পূর্বেই মারা গেছেন। মারা যাওয়ার আগেই ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। রবিবার তার ফলাফল পজেটিভ আসে। তাছাড়া গতকাল সিভাসুর ল্যাবে আরো আটজন নতুন রোগী শনাক্ত হয়।’
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩৮ দিনে চট্টগ্রামে মোট ৮১ জন করোনা রোগী শনাক্ত হয়। গতকাল পর্যন্ত চট্টগ্রামে এক শিশু, চারজন বয়স্ক পুরুষ ও দুই নারীসহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাছাড়া আইসোলেশনে মারা যান ছয়জন। বর্তমানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন, এর করোনা পজেটিভ ৪০ জন (পুরুষ ২৭ ও মহিলা ১৩)। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৫ জন, এর মধ্যে করোনা পজেটিভ ১৯ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার