চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরের মুচি সম্প্রদায়ের ২০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মানবিক সহায়তার উপহার পৌঁছে দেয়া হয়েছে। সোমবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা এসব উপহার তাদের হাতে তুলে দেন।
প্রথম দফায় প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল ও ৫০০ গ্রাম চিড়া দেওয়া হয়। প্রতিটি পরিবারের একজন সদস্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে উপজেলা প্রশাসন প্রাঙ্গন থেকে প্রধানমন্ত্রীর মানবিক উপহার গ্রহণ করেন।
করোনাভাইরাসের প্রকোপ দেখা যাওয়ার পর থেকে মানুষ নানাভাবে অসহায় পড়েন। এর প্রেক্ষিতে সরকারিভাবে নিন্ম আয়ের গরীব-অসহায় ও খেটে খাওয়াসহ নানা শ্রেণীর মানুষকে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, ‘পটিয়া উপজেলা সদর এলাকায় অনেক মুচি নিয়মিত কাজ করতেন। কিন্তু এখন লকডাউনের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ফলে মুচি সম্প্রদায়ের অনেকেরই এখন আয় কমে গেছে। তাই তাদেরকে প্রাথমিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এর আগে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়কে ত্রাণ সহায়তা দেওয়া হয়। সরকারি নির্দেশনা মতে পর্যায়ক্রমে প্রতিটি পেশা ও সম্প্রদায়ের মানুষকে ত্রাণ দেওয়া হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল