করোনা পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষে মাঝে প্রতিটি শ্রেনী পেশার মানুষ দিন দিন কষ্টে পড়ছেন। নিম্মবিত্ত থেকে শুরু করে সকল শ্রেনীর লোকজনও নানাভাবে গরীব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করছেন। এতে সরকারিভাবেও দায়িত্বশীল বিভিন্ন পদের চাকুরিজীবীরাও এখন অসহায়-অনাহারেই দিন যাপন করতে হতে পারে বলেও জানান সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় ৩’শ আনসার-গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ও চিনকী আস্তানা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সার্কেল এ্যডজুটেন মোঃ আমির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশিক্ষক নুর হোসাইন মোঃ পিন্টু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সাইদুল ইসলাম