ক্ষতির মুখে পড়ায় চট্টগ্রাম থেকে ঢাকার পার্সেল ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর এবার রুট পরিবর্তন করে একটি পার্সেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটি চট্টগ্রাম থেকে জামালপুরের সরিষাবাড়ি পর্যন্ত যাবে বলে সাংবাদিকদের জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, পার্সেল ট্রেনটি প্রতিদিন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিকেল তিনটায় ছেড়ে যাবে। যাওয়ার পথে একাধিক স্টেশন থেকে বিভিন্ন মালামাল নেবে ট্রেনটি। এ লক্ষে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক (ম্যানেজার) রতন কুমার চৌধুরী গণমাধ্যমকে বলেন, পার্সেল ট্রেনটিতে ৬টি গাড়ি আছে। এরমধ্যে একটিতে গার্ড, অন্য পাঁচটি মালামাল বহন করবে।
মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, পর্যাপ্ত মালামাল পরিবহন করতে না পারায় ট্রেনটি বন্ধ রাখতে হয়েছে। এবার আশা করি তা হবে না। উল্লেখ্য, এর আগে গত ১-৩ মে পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকায় একটি পার্সেল ট্রেন চলাচল করেছিল। ওই তিনদিন ৬টি বগির মধ্যে ৫টি বগি খালি ছিলো। অর্থাৎ ৫টিতে কোনো মালামাল ছিলো না। তাই ক্ষতির মুখে পড়ায় চট্টগ্রাম থেকে ঢাকার পার্সেল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক