চট্টগ্রামে ৮০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. আশরাফুজ্জামান এবং রাসেল রানা। এসময় ইয়াবা পরিবহণের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
মঙ্গলবার গভীর রাতে নগরীর মইজ্জ্যারটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিএমপি’র বন্দর জোনের অতিরিক্ত উপর কমিশনার আরেফিন জুয়েল বলেন, কক্সবাজার থেকে বৃহৎ এ ইয়াবার চালান নিয়ে আশরাফুজ্জামান ও রানা রাজবাড়ী জেলায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের প্রাইভেট কার তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আরেফিন জুয়েল বলেন, গ্রেফতার হওয়া আশরাফুজ্জামান নিজেকে সেনা সদস্য হিসেবে পরিচয় দেয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় ২০১৯ সালের এপ্রিল মাসে তিনি চাকুরিচ্যুত হন। এরপর থেকে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল